• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
আইপিএল ২০২২

কোহলির ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৬:৫৯ পিএম
কোহলির ব্যাঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসি 
ছবি সংগৃহীত

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা আসর। এবারের আসরে নতুন দুই ফ্রাঞ্চাইজিসহ মোট ১০ দল খেলবে। ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ত্যাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। সম্প্রতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দায়িত্ব তুলে দিয়েছেন ফ্রাঞ্চাইজিটি। 

গত আসরেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছিলেন কোহলি। দলে গ্লেন ম্যাক্সওয়েল এবং দিনেশ কার্তিক থাকায় একটা অনিশ্চয়তা থাকলেও সব শঙ্কা কাটিয়ে ডু প্লেসিকে আনুষ্ঠানিক দলনেতা ঘোষণা করল ব্যাঙ্গালুরু। ফলে আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব পেয়েই কোহলি ছেড়ে যাওয়া দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ এ ব্যাটার। 

ফেব্রুয়ারিতে আইপিএলের পঞ্চম মেগা নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালসকে বিড করে ৭ কোটি রুপিতে ডু প্লেসিকে দলে ভিড়িয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তখনই ধারণা করা হচ্ছিল, তার কাঁধেই অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দেবে। অবশেষে সেটাই সত্যি হল।
 
চেন্নাই সুপার কিংসের হয়ে চারবার আইপিএল শিরোপা জিতেছেন ডু প্লেসি। সবশেষ আসরেও দলের দ্বিতীয় সর্বোচ্চ ৬৩৩ রান সংগ্রাহক  তিনি। অভিজ্ঞ এই ব্যাটার ব্যাঙ্গালুরুকে অধরা শিরোপার স্বাদ পাইয়ে দিতে পারেন কিনা, সেটার জন্য অন্তত ২২ মে পর্যন্ত অপেক্ষা করবে অনুসারীরা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!